মশা মারার স্প্রে দাম কত | এরোসল স্প্রে দাম কত | ঈগল মশার কয়েল দাম
মশা মারার স্প্রে দাম কত, এরোসল স্প্রে দাম কত, ঈগল মশার কয়েল দাম এবং মশা মারার স্প্রে ও কয়েল সম্পর্কে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানবো এই ব্লগে। বর্তমানে মশার উপদ্রব অনেক বেড়ে গিয়েছে।
মানুষ সচেতন হতে মশা মারার স্প্রে এবং কয়েল সহ এই সকল বিষয়ে গুগলে সার্চ করে থাকে। সুতরাং, আপনাদের সচেতন করতে এবং এই সংক্রান্ত বিষয়ে তথ্য দিতে আজকের এই ব্লগটি লিখতে বসলাম। তাহলে, চলুন bdback.com এর আজকের মূল আলোচনা শুরু করি।
মশা মারার স্প্রে (এরোসল) দাম কত
মশা মারার স্প্রের দাম ওজন এবং ব্রান্ডের উপর ভিত্তি করে নির্ধারণ হয়ে থাকে। সবচেয়ে কম মূল্যের মশা মারার স্প্রে এর দাম হলো ২৪৪ টাকা এটির ওজন হলো ২৫০ মিলিগ্রাম এবং এটির ব্রান্ড হলো এসিআই, নাম হলো এরোসল।
তবে, এটির আরো ৩ ধরনের ওজনের এরোসল রয়েছে যেগুলোর দাম হলো ৩৩৫ টাকা (৩৫০ মিলিগ্রাম), ৪০২ টাকা (৪৭৫ মিলিগ্রাম) এবং ৬০৩ টাকা (৮০০ মিলিগ্রাম)। এছাড়াও, মার্কেটে সর্বোচ্চ ১,১৯০ টাকা মূল্যের মশা মারার স্প্রে রয়েছে।
ঈগল মশার কয়েল দাম
মশা মারার কয়েলের মধ্যে ঈগল হলো হলো সবচেয়ে জনপ্রিয় নাম। বাজারে যত প্রকার মশার কয়েল দাম রয়েছে তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো এই ঈগল মশার কয়েল। ঈগল ম্যাক্স জাম্বো মশার কয়েল (১০ পিছ) এর রেগুলার দাম হলো ৬০ টাকা যেটি ডিসকাউন্টে কখনো কখনো ৫০ টাকায় বিক্রি হয়।
এরোসল স্প্রে করার নিয়ম
অনেকে এরোসল স্প্রে করার নিয়ম সম্পর্কে জানতে প্রশ্ন করে থাকেন। চলুন এখন সেটির উত্তর যেনে নেওয়া যাক। এরোসল স্প্রে করার নিয়ম হলো ঘরের দরজা জানালা বন্ধ করে স্প্রে করা এবং ঘর থেকে সকলে বাহিরে থাকা। এরোসল স্প্রে করার অন্তত ১ থেকে ২ ঘন্টার পর ঘরে ঢুকে ঘরের জানলা, দরজা খুলে এবং ফ্যান খাটিয়ে দিতে হবে।
মশা মারার স্প্রে নাম
বাজারে বেশকিছু দেশি এবং বিদেশি ব্রান্ডের মশা মারার স্প্রে পাওয়া যায় এবং ভিন্ন ভিন্ন ব্রান্ডের মশা মারার স্প্রে এর ভিন্ন ভিন্ন নাম থাকে। তবে, সবচেয়ে ভালো মশা মারার স্প্রে এর নাম হলো এসিআই এরোসল স্প্রে। এটি আপনি অনলাইনে দারাজ এবং অফলাইনের বিভিন্ন মুদি কিংবা অনন্য দোকানে পেয়ে যাবেন।
গুড নাইট মশার মেশিন দাম
অনেকে মনে করেন যে, হয়তো গুড নাইট মশার মেশিনের দাম অনেক টাকা তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনি সর্বনিম্ন ৮৮ টাকার মধ্যে একটি গুড নাইট মশার মেশিন কিনতে পারবেন এবং ভালো কোয়ালিটির গুড নাইট মশার মেশিন দাম পড়বে ১৮৩ টাকা।
মশা তাড়ানোর লাইট
যারা জানেন না তাদের জন্য বলছি মশার সবচেয়ে অপছন্দের রং হলো হলুদ। আপনি যদি আপনার বাসায় একটি হলুদ লাইট রাখেন তাহলে সেটি মশা তাড়ানোর লাইট হিসাবেও কাজ করবে। তবে, আপনার বাসায় যদি কোন হলুদ লাইট না থাকে তাহলে আপনি নরমাল লাইটের উপরে একটি হলুদ কাপড় রাখতে পারেন।
বোনাফাইড মশারি দাম
যত মশারী আছে তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার মশারি ব্রান্ড হলো বোনাফাইড। বোনাফাইড মশারি দিয়ে ৯৯ শতাংশ বাতাস প্রবেশ করতে পারে। বোনাফাইড মশারি এর নাম হলো এনজেল। বোনাফাইড এর দুটি মশারি এই মূহুর্তে বাজারে আছে।
একটি হলো বোনাফাইড এনজেল ৫ ফুট * ৭ ফুট এবং অন্যটি হলো বোনাফাইড এনজেল ৬ ফুট * ৭ ফুট। এনজেল ৫/৭ ফুট এই মশারিটির দাম হলো ১,২০০ টাকা এবং এনজেল ৬/৭ ফুট এই মশারিটির দাম ১,২৫০ টাকা। বোনাফাইড এর মশারি অনলাইন এবং অফলাইন ২ জায়গাতেই পাওয়া যায়।
মশা কিসের গন্ধ সহ্য করতে পারে না
আমরা অনেকে জানতে চাই যে, মশা কিসের গন্ধ সহ্য করতে পারে না সেটি সম্পর্কে। মশা সাধারণত একটি জিনিসের গন্ধ সহ্য করতে পারে না আর সেটা হলো কর্পূর। কর্পূরের গন্ধ পেলে মশা সেটি সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে যায়।
কয়েলে কি থাকে
কয়েল অ্যালেট্রিন, ফেনল এবং ক্রেসল এই তিনটি উপকরণ দিয়ে তৈরি করা হয়। উল্লেখিত উপাদানগুলো এমন পরিমাণে দেওয়া হয় যেগুলো মানুষের কোন ক্ষতির কারণ হয় না বলে দাবি করে বেশিরভাগ কয়েল তৈরিকারী প্রতিষ্ঠানগুলো।
কয়েলের দাম কত
বিভিন্ন কোম্পানি ভেদে কয়েলের দাম কম অথবা বেশি হয়। পাইকারি বাজারে প্রতি প্যাকেট কয়েলের দাম সাধারণত ৬০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে সময়, পরিস্থিতি এবং কাঁচামাল এর দাম অনুযায়ী কয়েলের দাম কম বেশি হতে পারে।
মশার কয়েল ডিলার নিয়োগ
অনেকে মশার কয়েল এর ডিলার সম্পর্কে জানতে চান। তাদের জন্য আমাদের ব্লগের এই পর্যায়ে কিছু কথা বলছি। আপনি চাইলে মশার কয়েল এর ডিলার নিয়ে ব্যবসা করতে পারেন। তবে, বলে রাখা ভালো যে এই ব্যবসাটি কিন্তু ১২ মাস এক রকম চলে না। অর্থাৎ, এটি এক প্রকার সিজনাল ব্যবসা।
উপসংহার
মশা মারার স্প্রে দাম কত, এরোসল স্প্রে দাম কত, ঈগল মশার কয়েল দাম এবং মশা মারার স্প্রে ও কয়েল সম্পর্কে অনেকগুলো বিষয় আলোচনা করেছি আজকের এই ব্লগে। আপনার যদি আমাদের এই ব্লগটি সম্পর্কে কোন মন্তব্য থাকে তাহলে সেটি নিচে কমেন্ট করে জানান।