সাইপ্রাস বেতন কত | সাইপ্রাস যেতে কত টাকা লাগে | সাইপ্রাস এর টাকার মান কত

সাইপ্রাস বেতন কত | সাইপ্রাস যেতে কত টাকা লাগে | সাইপ্রাস এর টাকার মান কত

সাইপ্রাস যেতে কত টাকা লাগে, সাইপ্রাস এর টাকার মান কত, সাইপ্রাস বেতন কত সহ এই ব্লগে সাইপ্রাস সম্পর্কিত অনন্য বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবো। সাইপ্রাস হলো ইউরোপের একটি দেশ। বাংলাদেশ থেকে প্রতি বছর নতুন করে অনেক মানুষ সাইপ্রাস যায়।

যারা সাইপ্রাস যায় বা যাবে পরিকল্পনা করছে তাদের কিছু কমন প্রশ্ন থাকে সাইপ্রাস সম্পর্কে। সুতরাং, আপনাদের সেই জানার আগ্রহ থেকে আমাদের আজকের এই ব্লগটি লেখা। তাহলে চলুন আর কথা না বলে আমাদের আজকের মূল আলোচনা শুরু করা যাক।

সাইপ্রাস যেতে কত টাকা লাগে

সাইপ্রাস যেতে কত টাকা লাগে | সাইপ্রাস এর টাকার মান কত | সাইপ্রাস বেতন কত

সাইপ্রাস যেতে ভিসা, পাসপোর্ট এবং এয়ার টিকিট মিলিয়ে সর্বমোট ৯ থেকে ১০ লক্ষ টাকা খরচ হবে। তবে এজেন্সি, ভিসা দাতা প্রতিষ্ঠান এবং পরিস্থিতির উপরে নির্ভর করে টাকার পরিমাণ কম কিংবা বেশি হতে পারে।

সাইপ্রাস এর টাকার মান কত

সাইপ্রাস এর টাকার নাম হলো ইউরো বর্তমান সময় এর টাকার মান অনুযায়ী ১ ইউরো বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় ১২৯ টাকা ০৫ পয়সা এবং ১ ইউরো আমেরিকান ডলারে কনভার্ট করলে হয় ১.০৯ ডলার বা ১ ডলার ৮ সেন্ট।

সাইপ্রাস বেতন কত

সাইপ্রাস হলো বিশ্বের অন্যতম সেরা দেশগুলোর মধ্যে একটি দেশের নাম। সাইপ্রাস যেহেতু ইউরোপ এর দেশ সুতরাং, এই দেশে অন্য দেশের থেকে বেতন তুলনামূলক বেশি। বাংলাদেশে আপনি যদি নতুন সাইপ্রাসে যান তবে, আপনার সর্বনিম্ন বেতন হতে পারে ৯০ থেকে ৯৫ হাজার টাকার মত।

বলে রাখা ভালো যে, আপনার অভিজ্ঞতা, পারফর্মেন্স, আপনার কোম্পানি এবং সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করে মূলত বেতন নির্ধারিত হয়। তবে, আপনি সাইপ্রাসে প্রথম দিকে গেলে সর্বনিম্ন আনুমানিক যেরকম বেতন পাবেন আমরা সেটি উপরে উল্লেখ করেছি।

গ্রিক সাইপ্রাস যেতে কত টাকা লাগে

সাইপ্রাস এর দুটি অংশ একটি হলো গ্রিক এবং অন্যটি হলো তুর্কি। অনেকে গ্রিক বা তুর্কি সাইপ্রাস যেতে কত টাকা লাগে সেটি আলাদা করে জানতে চান। গ্রিক বা তুর্কি সাইপ্রাস যেতে আপনার প্রায় একই রকম টাকা লাগবে, অর্থাৎ ৭ থেকে ৯ লক্ষ টাকা সর্বমোট। পরিস্থিতি অনুযায়ী টাকার পরিমাণ কম বেশি হতে পারে।

ইউরোপ সাইপ্রাস কাজের ভিসা

ইউরোপ এর কাজের ভিসার জন্য আপনার কিছু ডকুমেন্টস রেডি করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট, কাজের দক্ষতার সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট, জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি, পাসপোর্ট, পূর্বে ট্রাভেলের প্রমাণপত্র, পর্বের কাজের অভিজ্ঞতা ইত্যাদি।

উপরের এই কাগজপত্র গুলো রেডি করে তারপর আপনাকে সাইপ্রাস কাজের ভিসা এর জন্য আবেদন করতে হবে। তবে, উপরের কাগজপত্রের বাইরে কোম্পনির Requirement অনুয়ায়ী আরো অনন্য কাগজপত্র লাগতে পারে।

আর সাইপ্রাস কাজের ভিসার জন্য কয়েক ভাবে আবেদন করতে পারেন। যেমন যেকোনো এজেন্সির মাধ্যমে, বিএমইটি ভবনের মাধ্যমে ও আপনার পরিচিত জন যে ইতিমধ্যেই সাইপ্রাস থাকে এরকম কারো মাধ্যমেই সাইপ্রাস কাজের ভিসার মাধ্যমে আবেদন করতে পারেন।

মনে রাখবেন, সাইপ্রাসে সরাসরি কাজের ভিসা পাওয়া তুলনামূলক একটু কষ্টসাধ্য ব্যাপার। তবে, আপনি আপনি সঠিক ভাবে চেষ্টা করেন তাহলে আপনি কাজের ভিসা পেলেও পেতে পারেন। সাইপ্রাসে সবচেয়ে সহজে যাওয়া যায় স্টুডেন্ট ভিসার মাধ্যমে।

আরো পড়ুন: সাইপ্রাস মুদ্রার নাম কি এবং সাইপ্রাস ১ টাকা সমানে বাংলাদেশের মুদ্রায় কত টাকা জানুন

সাইপ্রাস থেকে অন্য দেশে যাওয়া

আপনার যদি সাইপ্রাস বা ইউরোপ এর যেকোনো একটি দেশের পাসপোর্ট থাকে তাহলে আপনি ঔ পাসপোর্ট নিয়ে ইউরোপের অনন্য যেকোনো দেশে যেতে পারবেন। সুতরাং, সাইপ্রাস এর পাসপোর্ট থাকলে ইউরোপের অন্য দেশে যেতে সমস্যা হবে না।

তবে, আপনি যদি ইউরোপের যেকোনো দেশের পাসপোর্ট নিয়ে ইউরোপীয় ইউনিউনের বাইরে অন্য কোন দেশে যেতে চান তাহলে যে দেশে যাবেন সেই দেশের অনুমতিপত্র বা ভিসা লাগবে। বলে রাখা ভালো যে, ইউরোপ থেকে পৃথিবীর যেকোনো দেশের ভিসা পাওয়া তূলনামূলক অনেক সহজ।

সাইপ্রাস থেকে ইতালি

সাইপ্রাস থেকে ইতালি যাওয়া অনেক সহজ যদি আপনার সাইপ্রাস এর পাসপোর্ট থাকে। তবে, অনেকে অবৈধ ভাবে সাইপ্রাস থেকে ইতালি যাওয়ার চেষ্টা করেন। যারা অবৈধ ভাবে সাইপ্রাস থেকে ইতালি যেতে চান তাদের আমরা সব সময় এটি করা থেকে বিরত থাকতে বলি। সব সময় সব দেশের নিয়মকানুন মেনে চলা উচিত।

সাইপ্রাস থেকে ফ্রান্স

সাইপ্রাস থেকে ফ্রান্স যেতে হলে অবশ্যই আপনার সাইপ্রাস এর পাসপোর্ট থাকতে হবে। এর সাথে আপনার লাগবে ভিসা এবং এয়ার টিকিট। তবে, বাংলাদেশ থেকে ফ্রান্সে যাওয়া অনেক কঠিন হলেও সাইপ্রাস থেকে ফ্রান্স যাওয়া অনেক সহজ এবং খুব সহজেই সাইপ্রাস থেকে ফ্রান্স এর ভিসা পাওয়া যায়।

সাইপ্রাস কোন মহাদেশে অবস্থিত

সাইপ্রাস কোন মহাদেশে অবস্থিত সেটি সম্পর্কে আমরা আমাদের ব্লগের শুরুতেই আলোচনা করেছি। তবে আপনাদের সুবিধার্থে আমি সেটি আবারো বলছি, সাইপ্রাস হলো ইউরোপীয় ইউনিউনের অবস্থিত একটি দেশের নাম।

বাংলাদেশ থেকে সাইপ্রাস দূরত্ব কত কিলোমিটার

আমরা ইতিমধ্যে সাইপ্রাস যেতে কত টাকা লাগে, সাইপ্রাস এর টাকার মান কত এবং সাইপ্রাস বেতন কত এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি। এখন বলবো বাংলাদেশ থেকে সাইপ্রাসের দূরত্ব কত সেটি। বাংলাদেশ থেকে সাইপ্রাসের দূরত্ব হলো ৫ হাজার ৫৮০ কিলোমিটার।

সাইপ্রাস ১ টাকা বাংলাদেশের কত টাকা

সাইপ্রাস এর ১ টাকা হলো বাংলাদেশের ১২৯.০৫ টাকা বা ১২৯ টাকা ০৫ পয়সা। এটা হলো আজকের ডেট অনুযায়ী অর্থাৎ, লেখার তারিখ অনুয়ায়ী। এবং ১ ইউরো আমেরিকান ডলারে কনভার্ট করলে হয় ১.০৮ মার্কিন ডলার।

বাংলাদেশ থেকে সাইপ্রাস বিমান ভাড়া কত

বাংলাদেশ থেকে সাইপ্রাস বিমান ভাড়া হলো ১ লক্ষ ১৯ হাজার ৪৯৪ টাকা। উক্ত বিমান ভাড়াটি টু-স্টপ ফ্লাইটের সর্বনিম্ন বিমান ভাড়া। বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজ, এমিরেট্‌স এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্স এবং ইতিহাদ এয়ারওয়েজ সহ অনন্য বিমান নিয়মিত সাইপ্রাসে যায়।

বাংলাদেশ থেকে সাইপ্রাস কত সময় লাগে

বাংলাদেশ থেকে সাইপ্রাস যেতে আপনার টু-স্টপ ফ্লাইটে ১৮ ঘন্টা ১০ মিনিট সময় লাগে। তবে, সময় পরিস্থিতি এবং ননস্টপ ফ্লাইটে বাংলাদেশ থেকে সাইপ্রাস আপনার তুলনামূলক আরো কম কিংবা বেশি সময় লাগতে পারে।

তুর্কি সাইপ্রাস ভিসা

বাংলাদেশ থেকে আপনি তুর্কি বা গ্রিক দুটি সাইপ্রাস এর ভিসার জন্যই আবেদন করতে পারবেন। তবে, বাংলাদেশ থেকে সাইপ্রাস ভিসা করতে অনেকগুলো কাগজপত্রের দরকার হয়। কি কি কাগজপত্র লাগে সেটি আমরা ইতিমধ্যেই উপরে বলেছি।

সাইপ্রাসের বর্তমান অবস্থা

সাইপ্রাস এর বর্তমান অবস্থা অনেক ভালো। বাংলাদেশের মানুষ যারা সাইপ্রাসে থাকে তারা প্রায় সকলেই এখন মাসিক ২ থেকে ৩ লক্ষ পর্যন্ত টাকা আয় করছেন। আপনি যদি বিশ্বস্ত কোন এজেন্সির মাধ্যমে সাইপ্রাস যেতে পারেন তবে, অন্য দেশের থেকে সাইপ্রাস অনেক ভালো হবে।

শেষ কথা

সাইপ্রাস যেতে কত টাকা লাগে, সাইপ্রাস এর টাকার মান কত এবং সাইপ্রাস বেতন কত সহ সাইপ্রাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছি আজকের এই ব্লগে। আমাদের ব্লগটি আপনার কেমন লাগলো সেটি আপনি চাইলে আমাদের কমেন্ট করে লিখে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url
আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন