ইঁদুর ধরার ফাঁদ | ইঁদুর ধরার কল এর দাম | ইঁদুর মারার ফাঁদ তৈরি
আজকে bdback.com এর এই ব্লগে ইঁদুর ধরার ফাঁদ, ইঁদুর ধরার কল এর দাম, ইঁদুর মারার ফাঁদ তৈরি সহ ইঁদুর সম্পর্কিত আরো কিছু বিষয়ে আলোচনা করা হবে। সম্প্রতি লক্ষ্য করলাম ইঁদুর ধরার কল এর দাম, ইঁদুর ধরার ফাঁদ সহ এসকল বিষয়ে মানুষ জানতে চায়।
সুতারং, আজকে আমাদের এই ব্লগে ইঁদুর সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করবো। তাহলে, চলুন কথা না বাড়িয়ে আজকের আমাদের মূল আলোচনা শুরু করি।
ইঁদুর ধরার ফাঁদ
ইঁদুর আমাদের ঘরের বিভিন্ন জিনিসপত্র নষ্ট করা, জমির ফসল নষ্ট করা সহ আরো অনেক ক্ষতি সাধন করে থাকে। ইঁদুর বিনাশ করার অন্যতম এবং প্রধান উপায় হলো ইঁদুর ধরার ফাঁদ ব্যবহার করা।
ইঁদুর ধরার ফাঁদ অনলাইন অফলাইন সব জায়গায় এখন পাওয়া যায়। আপনি জেনে অবাক হবেন যে, দারাজেও ইঁদুর ধরার ফাঁদ বিক্রি হয়। ইঁদুর ধরার ফাঁদের মধ্যে খাবার দিতে হয় এবং খাবার খেতে যেয়ে ইঁদুর আটকে পড়ে।
ইঁদুর ধরার কল এর দাম
বিভিন্ন অনলাইন অফলাইন শপে ইঁদুর ধরার কল পাওয়া যায়। দারাজে ইঁদুর ধরার কল এর দাম হলো ১৩০ টাকা থেকে ৩০০ টাকা। প্রডাক্টের কোয়ালিটির উপরে দাম কম বেশি হয়। তবে, আপনি সর্বনিম্ন ১৩০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা এর মধ্যেই যেকোনো ধরনের ইঁদুর ধরার কল পেয়ে যাবেন।
আপনি যদি অনলাইন থেকে একটি ইঁদুর ধরার কল ক্রয় করতে চান তাহলে আমি বলবো অবশ্যই দারাজ থেকে ক্রয় করবেন। কারণ, দারাজ একটি সার্টিফাইড অনলাইন শপ এবং এখানে ডেলিভারি চার্জও তুলনামূলক অন্য সকল জায়গার থেকে কম।
ইঁদুর মারার ফাঁদ তৈরি
আমরা ইতিমধ্যে ইঁদুর ধরার ফাঁদ এবং ইঁদুর ধরার কল এর দাম এই দুটি বিষয়ে জেনেছি এখন জানাবো কিভাবে ইঁদুর মারার ফাঁদ তৈরি করতে হয় সেটি সম্পর্কে।
ইঁদুর মারার ফাঁদ তৈরি করতে আপনার একটি প্লাস্টিকের বোতল, সুতা, রাবার এবং জি আই তার এই কয়েকটি জিনিস লাগবে। কিভাবে ইঁদুর মারার ফাঁদ তৈরি করতে হবে সেটি উপরের ভিডিওতে দেওয়া আছে।
ঘর থেকে ইঁদুর তাড়ানোর উপায় কি
ঘর থেকে ইঁদুর তাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো ঘরে লবঙ্গ রাখা। লবঙ্গর জাজ বা গন্ধ ইঁদুর সহ্য করতে পারে না। আপনি যদি ঘরের প্রতিটি কর্নারে কয়েকটি করে লবঙ্গ ফেলে রাখেন তাহলে সেটির গন্ধে আপনার ঘরে আর কোন ইঁদুর প্রবেশ করবে না।
ইঁদুরের প্রিয় খাবার কি
অনেকে ইঁদুরের খাবারে বিষ দিয়ে ইঁদুর মারতে চান। তারা ইঁদুরের প্রিয় খাবার কি সেই সম্পর্কে জানতে চাই। ইঁদুরের অনেকগুলো প্রিয় খাবার রয়েছে তারমধ্যে অন্যতম খাবারগুলো হলো: ভাজা মাছ, বিস্কুট, ধান, গম ইত্যাদি। তবে ইঁদুর সবচেয়ে বেশি পছন্দ করে ভাজা মাছ খেতে।
ইঁদুর তাড়ানোর ঔষধ
ইঁদুর তাড়ানোর জন্য অনেক ঔষধ বাজারে পাওয়া যায়। তবে, আপনি চাইলে ইঁদুর তাড়ানোর জন্য দুটি জিনিস ব্যবহার করতে পারেন আর সেটি হলো বেকিং পাউডার বা বেকিং সোডা। বেকিং পাউডার ও বেকিং সোডা এই জিনিস দুটির গন্ধ ইঁদুর একদমই সহ্য করতে পারে না এবং সেখান থেকে পালিয়ে যায়।
উপসংহার
ইঁদুর ধরার ফাঁদ, ইঁদুর ধরার কল এর দাম, ইঁদুর মারার ফাঁদ তৈরি সহ ইঁদুর সম্পর্কিত আরো বিষয়ে এই ব্লগে তথ্য সরবরাহ করা হয়েছে। আপনার এই ব্লগটি পড়ে কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানান। আপনাদের মতামত আমাদের কাছে অতন্ত্য গুরুত্বপূর্ণ।