রাইস কুকারে ভাত রান্না করতে কত সময় লাগে | রাইস কুকারে কতটুকু চালে কতটুকু পানি দিতে হয়
হ্যালো বন্ধুরা, bdback.com এর আরো একটি নতুন ব্লগে আপনাকে স্বাগতম। আজকে আমরা রাইস কুকারে ভাত রান্না করতে কত সময় লাগে, রাইস কুকারে কতটুকু চালে কতটুকু পানি দিতে হয় সেই সম্পর্কে কথা বলবো। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি।
রাইস কুকারে ভাত রান্না করতে কত সময় লাগে
রাইস কুকারে ভাত রান্না করতে কত সময় লাগবে সেটা অনেকটাই নির্ভর করে চালের পরিমাণ এবং রাইস কুকারের পাওয়ারের ওপর। তবে, ২৫০ থেকে ৩০০ গ্রাম চালের ভাত রান্না করতে রাইস কুকারে আনুমানিক ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে।
রাইস কুকারে কতটুকু চালে কতটুকু পানি দিতে হয়
অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে, রাইস কুকারে কতটুকু চালে কতটুকু পানি দিতে হয় সেটি সম্পর্কে জানতে। চলুন আমাদের ব্লগের এই পর্যায়ে রাইস কুকারে কতটুকু চালে কতটুকু পানি দিতে হয় সেটি সম্পর্কে জানি।
রাইস কুকারে আপনি যতটুকু চাল দিবেন তার ডাবল বা দ্বিগুণ দিতে হবে পানি। অর্থাৎ, আপনি যদি ১ গ্লাস চাউল রান্নার জন্য রাইস কুকারে দেন তবে, যেই গ্লাসে চাউল দিয়েছেন ঠিক সেই গ্লাসের ২ গ্লাস পানি দিতে হবে।
রাইস কুকারে ২ কাপ ভাতে কতটুকু পানি দিতে হয়
রাইস কুকারে কতটুকু চালে কতটুকু পানি দিতে হয় সেটির পরিমাণ আমরা ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা করেছি। তবে আপনাদের সুবিধার্থে আবারো বলছি, রাইস কুকারে ২ কাপ ভাতে আপনাকে ৪ কাপ পানি দিতে হয়।
শেষ কথা
রাইস কুকারে ভাত রান্না করতে কত সময় লাগে এবং রাইস কুকারে কতটুকু চালে কতটুকু পানি দিতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে সহজ ভাবে আপনাদের বুঝানোর চেষ্টা করেছি আজকের এই আর্টিকেলে। তবে, আপনার যদি কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের সেটি কমেন্টে লিখে জানান।