আজকের ছোলা বুটের দাম কত ২০২৫ | ১ কেজি ছোলার দাম কত ২০২৫
প্রিয় পাঠকবৃন্দ, বরাবরের মত আপনাদের সকলের প্রিয় ব্লগ ওয়েবসাইট bdback.com এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পূর্বের ব্লগে আমরা আপনাদের সাথে ২০২৫ সালের আজকের গমের দাম কত এবং ১ কেজি গমের দাম কত 2025 এই দুটি বিষয় সম্পর্কে কথা বলেছিলাম।
এই ব্লগে কথা বলবো ২০২৫ সালে আজকের ছোলা বুটের দাম কত এবং ১ কেজি ছোলার দাম ২০২৫ এই বিষয় দুটি সম্পর্কে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের মূল আলোচনা শুরু করি।
আজকের ছোলা বুটের দাম কত ২০২৫
আমরা যখন এই ব্লগটি লিখছি তখনকার সময় যেহেতু রোজা পড়েছে সুতরাং, এখন ছোলা বুটের দাম তূলনামূলক একটু বেশি। বর্তমানে বাজারে ছোলা বুট ১৩০ টাকা থেকে ১৪০ টাকা দরে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে।
তবে, রোজার আগে ছোলা বুটের দাম ছিল ১০০ টাকা থেকে ১১০ টাকা এরকম। তবে, রোজার মৌসুম শুরু হওয়ার পরে দাম বেড়ে যায় এবং ১৩০ থেকে ১৪০ টাকায় এই মূহুর্তে বিক্রয় হচ্ছে (খুচরা)। আসা করা যায় যে, রোজা শেষে দাম আবারো ১২০ থেকে ১২৫ এই পর্যায়ে আসবে।
১ কেজি ছোলার দাম কত ২০২৫
আমরা আমাদের এই ব্লগটিতে ইতিমধ্যে আপনাদের সাথে ২০২৫ সালে ১ কেজি ছোলার দাম কত সেটি সম্পর্কে কথা বলেছি। তবে, আপনাদের সুবিধার্থে আবারো বলছি, বর্তমানে বাজারে প্রতি কেজি ছোলা ১৩০ থেকে ১৪০ টাকা বাজারদরে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে।
এখন যেহেতু রোজার সময় সুতরাং সেই কারণে ছোলার দাম তূলনামূলক একটু বেশি হতে পারে। কারণ, রোজার সময়ে ছোলার ব্যাপক চাহিদা থাকে। আসা করি, রোজা শেষে আবার ছোলার দাম কমে আসবে।
পরিশেষে কিছু কথা
বন্ধুরা, bdback.com এই ব্লগে আজকের ছোলা বুটের দাম কত ২০২৫ এবং ১ কেজি ছোলার দাম ২০২৫ বিষয় দুটি সম্পর্কে আপনাদের সাথে সহজ ভাবে আলোচনা করার চেষ্টা করেছি। ব্লগটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মন্তব্য জানাতে কমেন্ট করুন।