নন সেনজেন দেশের তালিকা 2025 | সেনজেন ভুক্ত সর্বশেষ দেশ
আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের সাথে নন সেনজেন দেশের তালিকা 2025 এবং সেনজেন ভুক্ত সর্বশেষ দেশ এই বিষয়দুটি সম্পর্কে কথা বলবো। তাহলে চলুন আর কথা বলে সরাসরি আমাদের আজকের মূল আলোচনায় যাওয়া যাক।
নন সেনজেন দেশের তালিকা 2025
অনেকে রয়েছেন যারা নন সেনজেন দেশের তালিকা সম্পর্কে জানতে প্রশ্ন করে থাকেন। আমরা যদি নন সেনজেন দেশের তালিকা সম্পর্কে জানতে চায় তবে আমাদের সর্বপ্রথম সেনজেন ভুক্ত দেশের তালিকা সম্পর্কে জানতে হবে। চলুন সেনজেন ভুক্ত দেশের তালিকা জেনে নেওয়া যাক।
- পোল্যান্ড
- নরওয়ে
- লাটভিয়া
- সুইজারল্যান্ড
- লাক্সেমবার্গ
- মাল্টা
- বেলজিয়াম
- ফিনল্যান্ড
- ক্রোয়েশিয়া (সর্বশেষ দেশ)
- অস্ট্রিয়া
- স্লোভেনিয়া
- ইতালি
- লিথুয়ানিয়া
- ডেনমার্ক
- ফ্রান্স
- স্লোভাকিয়া
- লিচেনস্টেইন
- স্পেন
- পর্তুগাল
- গ্রীস
- সুইডেন
- আইসল্যান্ড
- এস্তোনিয়া
- চেক প্রজাতন্ত্র
- হাঙ্গেরি
- নেদারল্যান্ডস
- জার্মানি
উপরে আপনি যে দেশগুলোর তালিকা দেখতে পারছেন সেগুলো হলো সেনজেন ভুক্ত দেশের তালিকা। এর বাহিরে বিশ্বের আর যত দেশ রয়েছে সেগুলো সবগুলো হলো নন সেনজেন দেশ।
আরো পড়ুন: শেনজেন চুক্তি কত সালে হয়, শেনজেন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়, শেনজেন চুক্তি স্বাক্ষরকারী দেশ কয়টি
সেনজেন ভুক্ত সর্বশেষ দেশ
অনেকে রয়েছেন যারা সেনজেন ভুক্ত সর্বশেষ দেশ কোনটি সেটি সম্পর্কে প্রশ্ন করে থাকেন। যারা জানেন না তাদের সুবিধার্থে বলছি, সেনজেন ভুক্ত সর্বশেষ দেশের নাম হলো: ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া হলো সেনজেন চুক্তিতে সাক্ষর করা সর্বশেষ দেশের নাম।
উপসংহার
আজকের এই আর্টিকেলে নন সেনজেন দেশের তালিকা 2025 এবং সেনজেন ভুক্ত সর্বশেষ দেশ এই বিষয়দুটি সম্পর্কে কথা বলার চেষ্টা করেছি। আর্টিকেলটি সম্পর্কে আপনার যেকোনো গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে কমেন্ট করতে পারেন।