3 গ্রাম কত আনা, সোনার ক্যারেট বলতে কি বুঝায়, 22 ক্যারেট স্বর্ণ কত ভাগ স্বর্ণ থাকে

3 গ্রাম কত আনা, সোনার ক্যারেট বলতে কি বুঝায়, 22 ক্যারেট স্বর্ণ কত ভাগ স্বর্ণ থাকে
3 গ্রাম কত আনা, সোনার ক্যারেট বলতে কি বুঝায়, 22 ক্যারেট স্বর্ণ কত ভাগ স্বর্ণ থাকে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের আমাদের মূল আলোচনা শুরু করি।

3 গ্রাম কত আনা

অনেক মানুষ রয়েছেন যারা 3 গ্রাম কত আনা সেই বিষয়টি সম্পর্কে জানতে গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকেন। যারা এই বিষয়টি সম্পর্কে জানেন না তাদের সুবিধার্থে বলছি, 3 গ্রাম সমান ৪.১১৫৪ আনা।

সোনার ক্যারেট বলতে কি বুঝায়

অনেকে সোনার ক্যারেট বলতে কি বুঝায় সেটি সম্পর্কে বুঝে উঠতে পারে না। সোনার ক্যারেট বলতে সাধারণত সোনার বিশুদ্ধতাকে বুঝায়। সোনার ক্যারেট যত বেশি হবে সোনা তত বেশি বিশুদ্ধ হবে এবং সোনার ক্যারেট যত কম হবে স্বর্ণ তত কম বিশুদ্ধ হবে।

22 ক্যারেট স্বর্ণ কত ভাগ স্বর্ণ থাকে

আমাদের আজকের আর্টিকেলের এই পর্যায়ে আমরা আপনাদের সাথে 22 ক্যারেট স্বর্ণ কত ভাগ স্বর্ণ থাকে সেটি সম্পর্কে কথা বলবো। যারা বিষয়টি সম্পর্কে জানেন না তবে, জানতে চান তাদের সুবিধার্থে বলছি 22 ক্যারেট স্বর্ণ সাধারণত ৯১.৬ শতাংশ খাঁটি থাকে।

916 মানে কি

আমরা প্রায়শই সোনা বিক্রির চালানে একটি লেখা দেখে থাকি আর সেটা হলো 916 এই নাম্বারটি। তবে, অনেকে রয়েছেন যারা 916 মানে বা অর্থ কি সেটি সম্পর্কে জানেন না। যারা জানেন না তাদের অবগতির জন্য বলছি, 916 মানে হলো ৯১.৬ শতাংশ বিশুদ্ধতা বুঝাই এবং ২২ ক্যারেট স্বর্ণ ৯১.৬ শতাংশ বিশুদ্ধ হয়।

২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য

আজকের আর্টিকেলের এই পর্যায়ে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য কি সেটি সম্পর্কে কথা বলবো। ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট এর মধ্যে পার্থক্য সাধারণত সোনার বিশুদ্ধতায়। ২২ ক্যারেট সোনা ৯১.৬ শতাংশ বিশুদ্ধ হয় এবং ২৪ ক্যারেট সোনা ৯৯.৯ শতাংশ খাঁটি হয়ে থাকে।

খাঁটি স্বর্ণকে ২৪ ক্যারেট বলা হয় কেন

আমরা আমাদের এই আর্টিকেলটিতে ইতিমধ্যে আপনাদের সাথে বলেছি যে, স্বর্ণের ক্যারেট যত বেশি হবে সোনা তত বেশি খাঁটি হবে। সুতরাং, সোনার ক্যারেট এর মধ্যে ২৪ ক্যারেট সবচেয়ে বড় হওয়ায় ২৪ ক্যারেট স্বর্ণ সবচেয়ে বেশি খাঁটি। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯ শতাংশ খাঁটি হয়ে থাকে।

সোনা কত প্রকার

সোনাকে সাধারণত সোনার ক্যারেট দ্বারা আলাদা করা হয়ে থাকে। সোনা সাধারণত ৭ প্রকার হয়ে থাকে সেগুলো হলো; ২৪ ক্যারেট, ২২ ক্যারেট, ২১ ক্যারেট, ১৮ ক্যারেট, ১৪ ক্যারেট, ১০ ক্যারেট এবং ৬ ক্যারেট। তবে, বাংলাদেশে সাধারণত ২২, ২১ এবং ১৮ ক্যারেট এই ৩ ধরনের সোনা পাওয়া যায়।

২২ ক্যারেট নাকি ২৪ ক্যারেট কোনটা ভালো

আমরা উপরে ইতিমধ্যে আপনাদের সাথে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য সম্পর্কে বলেছি। ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট এর মধ্যে ২৪ ক্যারেট বেশি খাঁটি এবং দামও বেশি। সোনার বিশুদ্ধতার ক্ষেত্রে অবশ্যই ২৪ ক্যারেট বেশি ভালো ২২ ক্যারেট এর থেকে।

শেষ কথা

আমাদের আজকের এই ছোট্ট আর্টিকেলটিতে আমরা আপনাদের সাথে 3 গ্রাম কত আনা, সোনার ক্যারেট বলতে কি বুঝায়, 22 ক্যারেট স্বর্ণ কত ভাগ স্বর্ণ থাকে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদানের চেষ্টা করেছি। আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তবে, এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের আর্টিকেল দেখুন পরবর্তী আর্টিকেল দেখুন
এখনো কোনো মন্তব্য করা হয়নি
মন্তব্য করুন
comment url
আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন