পুরুষ মশার আয়ু কত দিন | স্ত্রী মশার আয়ু কত দিন | একটি মশা কতটি ডিম পাড়ে
পুরুষ মশার আয়ু কত দিন, স্ত্রী মশার আয়ু কত দিন এবং একটি মশা কতটি ডিম পাড়ে সেই বিষয়গুলো সম্পর্কে আজকের আর্টিকেলে তথ্য প্রদান করা হবে। সুতরাং, আপনারা যারা মশা'র উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন।
পুরুষ মশার আয়ু কত দিন
বাংলাদেশে বর্তমানে মশা ভয়ংকররূপ ধারণ করেছে। বাংলাদেশে প্রতিদিন অসংখ্য মানুষ মশার কামড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে যার মধ্যে রয়েছে; চিকনগুনিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, জিকা ভাইরাস ইত্যাদি। অনেক মানুষ রয়েছেন যারা পুরুষ মশার আয়ু কত দিন সেই বিষয়টি সম্পর্কে জানতে চান।
সুতরাং, আপনারা যারা পুরুষ মশার আয়ু কাল সম্পর্কে জানতে অনুসন্ধান করে থাকেন তাদের সুবিধার্থে এই আর্টিকেলটি লেখা। যারা এই বিষয়টি সম্পর্কে জানেন না শুধুমাত্র তাদের সুবিধার্থে বলছি, পুরুষ মশারগুলোর আয়ু থাকে সাধারণত এক সপ্তাহ।
আরো পড়ুন: ইলেকট্রিক মশার কয়েল দাম, মশা তাড়ানোর স্প্রে দাম, মশার কামড় থেকে বাঁচার ক্রিম
স্ত্রী মশার আয়ু কত দিন
বন্ধুরা, এতক্ষণ আমরা আপনাদের সঙ্গে পুরুষ মশার আয়ু কাল সম্পর্কে তথ্য প্রদান করছিলাম। এখন তথ্য প্রদান করবো স্ত্রী মশার আয়ু কত দিন সেই বিষয়টি সম্পর্কে। উইকিপিডিয়া সহ একাধিক বিশ্বস্ত সোর্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্ত্রী মশার আয়ু থাকে সাধারণত ৬ থেকে ৮ সপ্তাহ।আরো পড়ুন: রিখটার স্কেল কি, রিখটার স্কেল কে আবিষ্কার করেন, রিখটার স্কেলের সর্বোচ্চ মাত্রা কত
একটি মশা কতটি ডিম পাড়ে
মশার ডিম পাড়ার সবচেয়ে আদর্শ সময় হলো মেঘলা, সেঁতসেঁতে পরিবেশ। একটি স্ত্রী মশা সাধারণত তিনবারের মত ডিম পেড়ে থাকে। একটি মশা একবারে প্রায় ১০০টির মত ডিম পাড়ে। তবে, বিশেষ ক্ষেত্রে এই পরিমাণ কম কিংবা বেশি হতে পারে।আরো পড়ুন: নন ক্যাডার কি, নন ক্যাডার কি গেজেটেড, নন ক্যাডার কততম গ্রেড