গ্রেট ওয়াল কোথায় অবস্থিত | চীনের প্রাচীরের উচ্চতা কত | চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত কিমি
গ্রেট ওয়াল কোথায় অবস্থিত, চীনের প্রাচীরের উচ্চতা কত এবং চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত কিমি সেই বিষয়গুলো সম্পর্কে আজকের আর্টিকেলে কথা বলা হবে। সুতরাং, যারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন।
গ্রেট ওয়াল কোথায় অবস্থিত
অনেক মানুষ রয়েছেন যারা গ্রেট ওয়াল (চীনের মহাপ্রাচীর) কোথায় অবস্থিত সেই বিষয়টি সম্পর্কে জানেন না। যারা এই বিষয়টি সম্পর্কে জানেন না তাদের সুবিধার্থে বলছি, গ্রেট ওয়াল চীনে অবস্থিত। গ্রেট ওয়াল (চীনের মহাপ্রাচীর) শুরু হয়েছে চীনের সাংহাই পাস থেকে ও লোপনুরে শেষ হয়েছে।
আরো পড়ুন: WiMax এর স্ট্যান্ডার্ড কত, WiMax কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়, Wi Max এর প্রধান অংশ কয়টি
চীনের প্রাচীরের উচ্চতা কত
এতক্ষণ আমরা আপনাদের সাথে গ্রেট ওয়াল বা চীনের প্রাচীর কোথায় অবস্থিত সেটি সম্পর্কে কথা বলছিলাম। এখন কথা বলবো চীনের প্রাচীরের উচ্চতা কত সেটি সম্পর্কে। উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চীনের প্রাচীরের উচ্চতা হলো; প্রায় ৫ থেকে ৮ মিটার।আরো পড়ুন: ওপেক এর উদ্দেশ্য কি, ওপেক (OPEC) সদস্য দেশের তালিকা, OPEC ভুক্ত দেশ মনে রাখার কৌশল
চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত কিমি
বন্ধুরা, আমরা আমাদের আজকের আর্টিকেলের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আর্টিকেলের এই পর্যায়ে আমরা আপনাদের সাথে চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত কিলোমিটার সেটি সম্পর্কে বলবো। একাধিক বিশ্বস্ত সোর্স থেকে জানা তথ্য অনুযায়ী, চীনের প্রাচীরের মোট দৈর্ঘ্য হলো ৮,৮৫১.৮ কিমি।আরো পড়ুন: OPEC এর পূর্ণরূপ কি, OPEC এর সর্বশেষ সদস্য দেশ কোনটি, ওপেক এর সর্বশেষ সম্মেলন