দুবাই লেবার কার্ড চেক ২০২৫ | দুবাই লেবার কার্ড নাম্বার কিভাবে পাওয়া যায়
বন্ধুরা, আপনাদের সবাইকে bdback.com এর নতুন আর্টিকেলে স্বাগতম। আজকের আর্টিকেলে আমরা আপনাদের সাথে দুবাই লেবার কার্ড চেক, দুবাই লেবার কার্ড স্টেটাস চেক সহ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে তথ্য প্রদান করবো। সুতরাং, আপনারা যারা উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে আগ্রহী তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন।
দুবাই লেবার কার্ড চেক ২০২৫
অনেক মানুষ রয়েছেন যারা ২০২৫ সালে দুবাই লেবার কার্ড চেক করার নিয়ম সম্পর্কে জানতে ইন্টারনেটে অনুসন্ধান করে থাকেন। উক্ত বিষয়টি সম্পর্কে আপনাদের জানার সুবিধার্থে, নিচে কয়েকটি সহজ ধাপের মাধ্যমে দুবাই লেবার কার্ড চেক করার নিয়ম দেখানো হয়েছে।
১। দুবাই লেবার কার্ড চেক করতে প্রথমে inquiry.mohre.gov.ae এই ওয়েবসাইটে যেতে হবে।
২। তারপর সার্ভিস অপশন থেকে “Electronic Work Permit Information” এটি সিলেক্ট করে নিন।
৩। এখন নিচের ট্রানজেকশন নাম্বারের ঘরে আপনার দুবাই লেবার কার্ড এর নাম্বারটি বসিয়ে দিন।
৪। তারপর ক্যাপচাটি সঠিক ভাবে পূরণ করুন এবং সার্চ বাটুনে ক্লিক করুন।
৫। সার্চে ক্লিক করার পরে আপনার দুবাই লেবার কার্ড এর সকল তথ্য দেখতে পারবেন।
দুবাই লেবার কার্ড স্টেটাস চেক 2025
বন্ধুরা, আমরা আপনাদের সঙ্গে ইতিমধ্যে উপরে ২০২৫ সালে দুবাই লেবার কার্ড স্টেটাস চেক করার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে তথ্য প্রদান করেছি। এছাড়াও, আপনাদের সুবিধার্থে একটি ভিডিও যুক্ত করা হয়েছে। আপনার যদি বুঝতে কোন সমস্যা হয় তবে, ভিডিওটি দেখে নিবেন।
Dubai Labour Card Check
To check the Dubai Labor Card, first visit this website: inquiry.mohre.gov.ae. Then select "Electronic Work Permit Information" from the service option. Then enter your Dubai Labor Card number in the transaction number field. Then fill in the captcha and click on search. Now you can see all the information about your Dubai Labor Card below.
দুবাই লেবার কার্ড নাম্বার কিভাবে পাওয়া যায়
আজকের আর্টিকেলে এই পর্যায়ে আপনাদের সাথে দুবাই লেবার কার্ড নাম্বার কিভাবে পাওয়া যায় সেটি সম্পর্কে আলোচনা করা হবে। আপনার কাছে যদি দুবাই ওয়ার্ক পারমিট কার্ড বা দুবাই লেবার কার্ড না থাকে তবে, আপনি যেভাবে দুবাই লেবার কার্ড নাম্বার সহ সকল তথ্য পাবেন সেটি ধাপে ধাপে দেখানো হল।
১। প্রথমে গুগল প্লেস্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে “MOHRE” নামক এই অ্যাপটি ডাউনলোড করুন।
২। আপনার ফোনে “MOHRE” অ্যাপটি ইনস্টল করার পরে আপনার পাসপোর্ট এর তথ্য এবং মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট ওপেন করে নিন।
৩। তারপর “MOHRE” অ্যাপ এর মধ্যে থেকে “My Dashboard” অপশনে প্রবেশ করুন।
৪। আপনারা “My Dashboard” অপশনের মধ্যে একটি নিচে আসলে আপনার দুবাই লেবার কার্ড নাম্বার সহ অনন্য তথ্য দেখতে পারবেন।
৫। এছাড়াও, আপনারা চাইলে “My Dashboard” এর নিচে “Attachment” অপশন থেকে আপনার ছবি সহ লেবার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
আপনার যদি উপরের কোন কিছু বুঝতে অসুবিধা হয় তবে, আপনি চাইলে “দুবাই লেবার কার্ড স্টেটাস চেক 2025” এর নিচে যুক্ত করা ভিডিওটি দেখে নিতে পারেন। উপরে যুক্ত করা ভিডিওটিতে দুবাই লেবার কার্ড নাম্বার কিভাবে পাওয়া যায় সেটি দেখানো হয়েছে।
উপসংহার
আজকের আর্টিকেলে আপনাদের সঙ্গে দুবাই লেবার কার্ড চেক, দুবাই লেবার কার্ড নাম্বার কিভাবে পাওয়া যায় সহ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আর্টিকেলটি সম্পর্কে আপনার যেকোনো মতামত, পরামর্শ অথবা প্রশ্ন জানাতে চাইলে আমাদের কমেন্ট করতে পারেন।