দুবাই অফার লেটার চেক করার নিয়ম
পূর্বের আর্টিকেলে দুবাই ইমু কোড নাম্বার এবং সংযুক্ত আরব আমিরাত মোবাইল কোড সম্পর্কে তথ্য প্রদান করেছিলাম। আজকের আর্টিকেলে তথ্য প্রদান করা হবে দুবাই অফার লেটার চেক করার নিয়ম (Dubai Offer Letter Check) সম্পর্কে। তাহলে চলুন আজকের মূল আলোচনা শুরু করি।
দুবাই অফার লেটার চেক করার নিয়ম
অনেকে দুবাই এর অফার লেটার চেক করার নিয়ম সম্পর্কে জানতে ইন্টারনেটে অনুসন্ধান করে থাকেন। বিষয়টি সম্পর্কে আপনাদের জানার সুবিধার্থে নিচে কয়েকটি সহজ ধাপের মাধ্যমে দুবাই অফার লেটার চেক করার নিয়ম সম্পর্কে তথ্য প্রদান করা হল।
১। দুবাই অফার লেটার চেক করতে প্রথমে inquiry.mohre.gov.ae এই ওয়েবসাইটটি ভিজিট অথবা এখানে ক্লিক করুন।
২। তারপর “CHOOSE A SERVICE” অপশন থেকে “Enquiry for Job Offer” অপশনটি সিলেক্ট করুন।
৩। এখন “TRANSACTION NO” অপশন এর নিচে থাকা ফাঁকা বাক্সে আপনার ট্রানজেকশন নাম্বারটি লিখুন।
৪। তারপর নিচে থাকা “COMPANY NO” অপশনে আপনার অফার লেটারে উল্লেখ থাকা কোম্পানি নাম্বারটি বসাতে হবে।
৫। তারপর “FROM DATE” এর ঘরে ইস্যু এর তারিখ এবং “TO DATE” এর মেয়াদ উত্তীর্ণ এর তারিখটি লিখছি হবে।
৬। এখন একদম নিচে থাকা ক্যাপচা নাম্বার বা কোডটি লিখুন এবং “SEARCH” অপশনে ক্লিক করুন।
এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করুন এবং আপনার প্রদত্ত সকল তথ্য ঠিক থাকলে দুবাই অফার লেটার সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখতে পারবেন। দুবাই অফার লেটার চেক করার সম্পূর্ণ পক্রিয়াটি বুঝতে কোন অসুবিধা হলে উপরের ভিডিওটি দেখে নিন অথবা কমেন্ট করে আপনার সমস্যার কথা লিখে জানান।
সর্বশেষ কথা
আজকের এই আর্টিকেলে দুবাই অফার লেটার চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদানের চেষ্টা করেছি। আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তবে, এটি সম্পর্কে জানতে আগ্রহী আপনার বন্ধু অথবা পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন।