প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁদপুর শাখা ঠিকানা এবং মোবাইল নাম্বার জানুন
পূর্বের ব্লগে প্রবাসী কল্যাণ ব্যাংক এর চট্টগ্রাম শাখার ঠিকানা এবং ফোন নাম্বার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ব্লগে আলোচনা করা হবে প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁদপুর শাখা ঠিকানা এবং মোবাইল নাম্বার সম্পর্কে। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি।
প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁদপুর শাখা ঠিকানা
প্রবাসী কল্যাণ ব্যাংক এর চাঁদপুর শাখার ঠিকানা সম্পর্কে তথ্য পাওয়ার জন্য অনেকে গুগল সহ অনন্য সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করে থাকেন। বিষয়টি সম্পর্কে আপনাদের জানার সুবিধার্থে নিচে একটি তালিকা প্রদান করার মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁদপুর শাখা ঠিকানা যুক্ত করা হল।
- আমিন গার্ডেন, ডায়াবেটিক হাসপাতাল এর বিপরীতে, চেয়ারম্যান ঘাট, কুমিল্লা রোড, চাঁদপুর।
- হোসেন মঞ্জিল, হোল্ডিং নাম্বার #১৮৯, মতলব বাবুর হাট রোড, ওয়ার্ড নাম্বার #৩, মতলব দক্ষিণ পৌরসভা, মতলব, চাঁদপুর।
প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁদপুর শাখা মোবাইল নাম্বার
প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁদপুর শাখা কোথায় অবস্থিত বা লোকেশন কোথায় সেই বিষয়টি সম্পর্কে এতক্ষণ তথ্য প্রদান করছিলাম। এখন তথ্য প্রদান করবো প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁদপুর শাখা মোবাইল নাম্বার সম্পর্কে। একটি তালিকা যুক্ত করার মাধ্যমে বিষয়টি সম্পর্কে তথ্য প্রদান করা হল।
- +88 0841 66420
- +88 01700 702723
- +88 01713 057563 (মতলব)
শেষ কথা
আজকের ব্লগে প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁদপুর শাখা ঠিকানা এবং মোবাইল নাম্বার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। ব্লগটি যদি আপনার ভালো লাগে তবে, এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়াও, গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে কমেন্ট করতে পারেন।
ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভাই জান কচুয়া প্রবাসি কল্যান বাংক কোন খানে পিলিজ একটু জানাইবেন ওকে ভাই
কচুয়া উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের কোন শাখা নেই।
আমি একজন সৌদি প্রবাসী বাড়ি চাদপুর কচুয়া থানা জগতপুর আমি কিছু টাকা লোন নিয়েছি এনজিওর লোকেরা খুব চাপ দিচ্ছে বাড়ির অবস্থা খুবিই খারাপ আমি বলেছি টাকা দিয়ে দিবো আমার মালিক টাকা দিতে গড়িমসি করছে তাই এনজিওর লোকেরা বুজতেই চাইছে না আমার আর্জি হলো প্রবাসি কল্যান ব্যাংক প্রবাসীদের জন্য এর থেকে কোন পদ্ধতি রেখেছে যে এ জামেলা মুক্ত করার জন্য বা বা প্রবাসীদের জন্য কোন হেল্প পাওয়া যাবে কিনা প্রবাসী কল্যান ব্যাংক থেকে
জানিয়ে উপকৃত করবেন ধন্যবাদ
এটি প্রবাসী কল্যাণ ব্যাংকের কোন অফিসিয়াল ওয়েবসাইট নয় এবং আমাদের সঙ্গে প্রবাসী কল্যাণ ব্যাংকের কোন সংযোগ নেই।
সুতরাং, লোন বা অন্যান্য যেকোনো বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।