মালয়েশিয়া পুলিশ ক্লিয়ারেন্স আবেদন
পূর্বের আর্টিকেলে মালয়েশিয়া থেকে পোল্যান্ড যাওয়ার উপায় সম্পর্কে তথ্য প্রদান করেছিলাম। আজকের আর্টিকেলে তথ্য প্রদান করা হবে মালয়েশিয়া পুলিশ ক্লিয়ারেন্স করার নিয়ম সম্পর্কে। সুতরাং, আপনারা যারা মালয়েশিয়া পুলিশ ক্লিয়ারেন্স করার নিয়ম জানতে চান তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
মালয়েশিয়া পুলিশ ক্লিয়ারেন্স আবেদন
মালয়েশিয়া অবস্থানরত অনেক প্রবাসী ভাইয়েরা রয়েছেন যারা মালয়েশিয়া থেকে ইউরোপ বা অন্যান্য দেশে যেতে চায়। কিন্তু, মালয়েশিয়া থেকে অন্য যেকোনো দেশে যাওয়ার ক্ষেত্রে আপনার একটি ডকুমেন্টস সর্বপ্রথম লাগবে আর সেটি হলো; পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
অনেক মানুষ রয়েছেন যারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য দালাল বা এজেন্সির শরণাপন্ন হয়ে থাকেন। কিন্তু, আপনি যদি সঠিক নিয়ম জানেন তবে, আপনার কারো কাছে যাওয়া লাগবে না। বরং, আপনি নিজে নিজেই মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বের করতে পারবেন।
কিভাবে মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স বের করবেন বা মালয়েশিয়া পুলিশ ক্লিয়ারেন্স করার নিয়ম সম্পর্কে আজকের আর্টিকেলে তথ্য প্রদান করা হবে। নিচে সহজ ধাপে ধাপে মালয়েশিয়ায় পুলিশ ক্লিয়ারেন্স করার নিয়ম দেখানো হয়েছে। চলুন তাহলে মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করে দেখে নেওয়া যাক।
১। মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স করতে প্রথমে এখানে ক্লিক করুন। তারপর আপনার সামনে উপরের ছবির মতো একটি ওয়েব পেইজ ওপেন হবে।
২। ওয়েব পেইজটি আপনার সামনে মালাই ভাষায় ওপেন হতে পারে। ওয়েব পেইজটি মালাই ভাষা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে ক্রোম ব্রাউজারের মেনু থেকে Translate অপশনে ক্লিক করুন।
৩। এখন আপনার পাসপোর্ট অনুযায়ী উপরের ফর্মটি ফিলাপ করে নিন। মনে রাখবেন, উপরের ফর্মে কোন ধরনের ভুলভাল তথ্য প্রদান করা যাবেনা।
৪। উপরের ফর্মে আপনার নাম, ইউজার আইডি, ইমেইল ঠিকানা, কন্টাক্ট নাম্বার, পাসওয়ার্ড, সিটিজেনশিপ এর স্থানে NON-CITIZENS দিতে হবে। তারপর Security Question সিলেক্ট করে উত্তর লিখতে হবে।
৫। তারপর আপনার সমস্ত তথ্য প্রদান করা হয়ে গেলে নিচে ডান দিকে থাকা Register অপশনে ক্লিক করতে হবে।
৬। এখন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করার মাধ্যমে লগইন করতে এখানে ক্লিক করুন।
৭। লগইন করার পরে আপনাকে Certificate of Good Conduct অপশন এর নিচে New Application অপশনে ক্লিক করতে হবে।
৮। এখন আপনার পাসপোর্ট এর তথ্য, পারমানেন্ট এড্রেস, প্রেজেন্ট এড্রেস, পোস্ট কোড সহ আরো গুরুত্বপূর্ণ তথ্য সাবমিট করে সেভ করতে হবে।
৯। তারপর আপনি কেন এপ্লাই করছেন সেই কারণ, আপনার ছবি, পাসপোর্ট এর ফটোকপি, ভিসার ফটোকপি সহ ইত্যাদি তথ্যগুলো প্রদান করতে হবে।
১০। সর্বশেষে আপনি আপনার প্রদত্ত সকল তথ্যগুলো রিভিউ করতে পারবেন এবং আপনার প্রদত্ত সকল তথ্যগুলি যদি সঠিক হয় তবে, সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
এখন অথরিটি আপনার অ্যাপ্লিকেশনটি রিভিউ করবে। তারপর আপনার প্রদত্ত সকল তথ্য যদি সঠিক হয় এবং অথরিটি যদি মনে করে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া প্রয়োজন তবে, আপনার এপ্লিকেশনটি এপ্রুভ হয়ে যাবে। এপ্লিকেশনটি এর স্ট্যাটাস চেক করতে List of Applications অপশনে ক্লিক করতে হবে।
পরিশেষে কিছু কথা
আজকের আর্টিকেলে মালয়েশিয়া পুলিশ ক্লিয়ারেন্স করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। আপনার যদি এখনো মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে কোন প্রশ্ন থাকে তবে, সেটি কমেন্ট করে আমাদের লিখে জানাতে পারেন।